রেকর্ড গড়লো ‘পদ্মাবতী’-র ট্রেইলার

পরিচালক সঞ্জয় লীলা বানশালির “পদ্মাবতী” ছবির ট্রেইলার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে দুই কোটির বেশি ভিউয়ার পেয়েছে।

আজ (১১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এটি ভিউয়ার পেয়েছে দুই কোটি ২১ লাখের বেশি।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই ট্রেইলারটি ইউটিউবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক ভিউয়ার পেয়ে রেকর্ড গড়েছে।

ছবিটি ১ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ভারতের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি এ চলচ্চিত্রের ট্রেইলার গত ৯ অক্টোবর প্রকাশ করার পর প্রশংসায় ভাসতে থাকেন পরিচালক ও তাঁর দল।

বলিউডের তারকাদের পাশাপাশি দর্শকদের কাছেও ব্যাপক সমাদৃত হয় “পদ্মাবতী”-র ট্রেইলারটি।

শহিদ কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও অদিতি রাও হায়দারি অভিনীত “পদ্মাবতী”-র ট্রেইলার দেখে বলিউডের শীর্ষ অভিনেতা অমিতাভ বচ্চন টুইটারে লিখেন, “তিনি কীভাবে (ছবিটি তৈরি) করলেন…?? সঞ্জয় লীলা বানশালি, পদ্মাবতী এবং এর ট্রেইলার – এসব অসাধারণ উপহার।”

“বাহুবলী”-খ্যাত পরিচালক এসএস রাজামৌলি লিখেন, “অসম্ভব সুন্দর!!! (ছবির) প্রতিটি ফ্রেমে পারফেকশনের ছোঁয়া রয়েছে।”

অভিনেতা-পরিচালক করণ জোহরের ভাষায়, “এখন পর্যন্ত এটিই বেস্ট ট্রেইলার… ডিসেম্বর অনেক দূরে মনে হচ্ছে।”

আরও পড়ুন: ‘পদ্মাবতী’-র ট্রেইলারে মুগ্ধ বলিউডের তারকারা

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago