শাকিব খানকে ‘না’

shakib khan
অভিনেতা শাকিব খান: ছবি দ্য ডেইলি স্টার

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে “ছবি না করার আহবান” জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

গতকাল পরিচালক সমিতি থেকে এক নোটিশে এমন সিদ্ধান্ত নেওয়ার পর একটি অলিখিত “নিষেধাজ্ঞা”ও জারি করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

চিঠিটি স্বাক্ষর করেছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

গত সপ্তাহে শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের “বেকার” বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।

শাকিব খান বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তাঁরা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?”

বদিউল আলম খোকন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন তা অবমাননাকর। তাই আমার এই ব্যবস্থা নিয়েছি। বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত শাকিব খান এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’র কবলে থাকবেন।”

বিষয়টি নিয়ে কথা বলার জন্য শাকিব খানের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

আরও পড়ুন:

ব্যক্তিগত আক্রোশ থেকে এমন করা হচ্ছে: শাকিব খান

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago