২৪ ঘণ্টায় ২৪টি টয়লেট উদ্বোধন করলেন অক্ষয় কুমার

সমাজ বদলানোর কথা শুধু মুখে বললেই হয় না; অথবা সিনেমার সেটে দাঁড়িয়ে বড় বড় সংলাপ আওড়ালে সমাজ বদলে যায় না। সমাজ বদলাতে হলে নেমে আসতে হয় জন-মানুষের কাছে। তাই সামাজিক সচেতনতামূলক বলিউডি ছবি “টয়লেট: এক প্রেম কথা”-র নায়ক অক্ষয় কুমার গত ২৪ ঘণ্টায় ভারতের বিভিন্ন এলাকায় উদ্বোধন করলেন ২৪টি টয়লেট।

ডিজিটাল মিডিয়া ব্যবহার করে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা গত ৭ আগস্ট একটি বেসরকারি সংস্থার হয়ে জয়পুর, দিল্লি, মোহালি, রানিপত, যমুনা নগর, গুরুগ্রামসহ ২৪টি এলাকায় টয়লেটগুলো উদ্বোধন করেন।

উল্লেখ্য, আগামী ১১ আগস্ট শ্রী নারায়ণ সিং পরিচালিত এবং অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত “টয়লেট: এক প্রেম কথা” মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত ১১ জুন ছবিটির ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত দুই কোটির বেশি দর্শক তা দেখেছেন।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago