প্রধানমন্ত্রীর কাছে যাবেন চলচ্চিত্র পরিবার

চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী সদস্য পপি ও সায়মন। ছবি: স্টার

“যৌথ প্রযোজনার নামে প্রতারণা করে ছবি মুক্তি দেওয়া হয়েছে এবারের ঈদে। বাংলাদেশের বাজারে প্রবেশ করানো হচ্ছে কলকাতার ছবি।” এমন অভিযোগ নিয়ে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন চলচ্চিত্র পরিচালক সমিতিসহ আন্দোলনরত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের ঐক্যজোট।

ঈদের আগে যৌথ প্রযোজনার বস ২নবাব এর সেন্সর ছাড়পত্র না দিতে দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু তাদের সে দাবি পূরণ হয়নি। দুটি ছবিই গত ঈদে মুক্তি পেয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিশেষ বিবেচনাতেই এটা হয়েছে। বিষয়টি নিয়ে এখন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন।

এরমধ্যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই আবেদন জমা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, প্রধানমন্ত্রীর সময় পেলে আগামী কিছুদিনের মধ্যে তারা দেখা করবেন।

দ্য ডেইলি স্টার অনলাইনকে জায়েদ বলেন, “আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে না, যৌথ প্রতারণার বিরুদ্ধে। সবকিছু সুষ্ঠুভাবে হোক এটা আমরাও চাই। কিন্তু জাজ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতারণার বিষয়টি এড়িয়ে গিয়ে বারবার আন্দোলনকে যৌথ প্রযোজনার বিরুদ্ধে বলে প্রচার করছে। ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেন্সর বোর্ডসহ নানা মহলকে প্রভাবিত করছে। তাই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে যাচ্ছি।”

Comments