শিল্পী হয়েও শিল্পী সমিতির সদস্য না পরীমণি

দেশের চলচ্চিত্রাঙ্গণে পরীমণি এখন একটি দর্শকপ্রিয় নাম। তবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নন।
Parimoni
পরীমণি, ছবি: দ্য ডেইলি স্টার

দেশের চলচ্চিত্রাঙ্গণে পরীমণি এখন একটি দর্শকপ্রিয় নাম। তবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-র শিল্পী সমিতির নির্বাচন আগামী মার্চ মাসে। নির্বাচন নিয়ে তার ভাবনা কি জানতে চাওয়া হলে দ্য ডেইলি স্টার অনলাইনকে পরীমণি জানান, তিনি এখনো শিল্পী সমিতির সদস্য নন।

২০১৫ সালে চলচ্চিত্রে আসেন পরিমণি। এখন পর্যন্ত তার ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। “কেন আমাকে সদস্য করা হয়নি জানিনা। কখনো কেউ আমাকে এই বিষয়ে কিছু বলেননি।”

শিল্পী সমতির সদস্য হতে হলে চারটা মুক্তিপ্রাপ্ত সিনেমা থাকতে হয়। দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কতো স্বপ্ন কতো আশা’ নামের তার ১১তম ছবিটি।

Comments

The Daily Star  | English

Japanese atomic bomb survivor group Nihon Hidankyo wins Nobel Peace Prize

The Nobel Peace Prize was on Friday awarded to the Japanese anti-nuclear group Nihon Hidankyo, a grassroots movement of atomic bomb survivors from Hiroshima and Nagasaki

19m ago