ইউরোপ সফরের আগে প্রকাশ পেল রনি উডের ক্যান্সারের খবর

ronnie wood
রোলিং স্টোন-এর গিটারিস্ট রনি উড। ছবি: সংগৃহীত

এ বছরে ইউরোপ সফরের আগেই প্রকাশ পেল ফুসফুসের ক্যান্সারে ভুগছেন সংগীতদল রোলিং স্টোন-এর গিটারিস্ট রনি উড। তবে তাঁর শরীর ভালো আছে।

এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে আলোড়ন শুরু হয় রনির ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি তাঁদের বলেন, “আজ আপনাদের এই সমর্থনের জন্যে ধন্যবাদ জানাই। আমি ভালো বোধ করছি এবং আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছি।”

এদিকে, ইউরোপ সফর শুরু করার আগে দলের অন্যান্য সদস্যরা চাচ্ছেন নিয়মমাফিক চেক-আপে রাখা হোক জনপ্রিয় এই গিটারশিল্পীকে।

গত ৬ আগস্ট গণমাধ্যমকে রনি বলেন, “ডাক্তার ভদ্রলোক যখন আমাকে এমন খবর জানালেন, সত্যি বলতে কী, আমি এতে মোটেও অবাক হইনি।”

তিনি আরও জানান, যে কোনো খারাপ খবরের জন্যে তিনি প্রস্তুত। তবে নিজের স্বাস্থ্যর প্রতি আগের চেয়ে তিনি এখন আরও বেশি সচেতন।

উল্লেখ্য, রোলিং স্টোন-এর ইউরোপ সফর শুরু হবে আগামী সেপ্টেম্বর। মহাদেশটিতে ১৪টি গানের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

তথ্যসূত্র: কন্টাক্টমিউডিকডটকম

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago