কারিগরি, বৃষ্টির সন্ধ্যায় একটি স্বপ্নের দিনে

Karigari
সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সাংবাদিক রাফি হোসেনসহ “কারিগরি” অ্যালবামের শিল্পীরা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

১২ জুন সন্ধ্যাটা একটু অন্যরকম ছিলো ফাহমিদা নবীর জন্যে। কেননা, সেদিন মোড়ক উন্মোচন করা হয় তাঁর স্বপ্নের ভয়েজ গ্রুমিং স্কুল “কারিগরি”-র শিক্ষার্থীদের নিয়ে প্রথম অ্যালবাম “কারিগরি”-র।

সেদিন সারাদিন বৃষ্টি ছিল এই শহর জুড়ে। বৃষ্টিকে ভাসিয়ে দিয়ে প্রাণের টানে আমন্ত্রিতজনেরা মিলেছিলেন বেইলি রোডের এক ক্যাফেতে। “কারিগরি” অ্যালবামের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে মঞ্চে উঠে এলেন ফাহমিদা নবী। একটু একটু করে টুকরো কথার বৃষ্টি ছড়ালেন সবাই।

এরপর, ফাহমিদা নবী মঞ্চে ডেকে নিলেন তাঁর বন্ধু দ্য ডেইলি স্টার শোবিজ ও আনন্দধারার সম্পাদক রাফি হোসেনকে। দুজনেই তাঁদের বন্ধুত্বের সুবাস ছড়িয়ে দেন। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তাঁরা দুজনসহ অ্যালবামের সঙ্গে জড়িত সবাই। অ্যালবামটির শুরু থেকে এখন পর্যন্ত সজীব দাসের কথা বলতে বলতে ভীষণ রকম আবেগী হয়ে দুচোখ ভিজিয়ে দেন। একটা নীরবতা ভিড় করে পুরো ক্যাফে জুড়ে।

সজীব দাসের সুর, সংগীতে “কারিগরি” অ্যালবামে কণ্ঠ দিয়েছেন শামীম আরা মুন্নী, রাজ আজিম, কামরুন্নাহার পুতুল, রমজানুল কাদের বিল্লাহ, বৃষ্টি মাওলা, ফারজানা কামাল, পিলু, ফৌজিয়া সুলতানা, রুবনা তামরিন অনন্যা, ফাহমিদা আহমেদ ও শামীম আফরোজ সীমা। এছাড়াও, একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।

অ্যালবামের গানগুলো হলো: “চোখের কার্নিশে”, “তুমি হাসলে বন্ধু”, “তুমি কী কখনো”, “নিশ্বাস নিতে চাই”, “তোর কথা তোর হাসি”, “জীবন মানে চোরাবালি”, “আমি মেঘের পাহাড় নিয়ে”, “দুচোখে নাই ঘুম”, “মনে পড়ে তোমায়”, “ছুঁয়ে গেলে মন” এবং “একটা নতুন গল্প হবে আমার আঙিনা”।

অ্যালবামটি নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে ফাহমিদা নবী বলেন, “২০০৮ সাল থেকে এই অ্যালবামের পরিকল্পনা  করে আসছি। নয় বছর পর অবশেষে সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন হলো। এই অনুভূতি, ভালো লাগা সত্যিই প্রকাশের মতো নয়। তারপরও বলবো আজ মনে হচ্ছে অনেক বড় একটি দায়িত্ব শেষ করতে পেরেছি। আত্মবিশ্বাস নিয়ে আমার প্রত্যেক শিক্ষার্থী খুবই ভালো গেয়েছেন এবং তাঁদের সুন্দর আগামী নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।”

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান “আনমল প্রেজেন্টস” থেকে “কারিগরি” অ্যালবামটি প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন ওয়াহিদ আহমেদ, মোহসীন মেহেদী, রিপন চৌধুরী, তারেক আনন্দ, রমজানুল কাদের বিল্লাহ, সুহৃদ সুফিয়ান, পার্থ রহমান, প্রান্তি রঞ্জু রেজা এবং শামীম আফরোজ সীমা।

Comments

The Daily Star  | English

US seeks written tariff reduction proposals from Bangladesh

“We look forward to receiving a written offer from your government so that we can commence formal negotiations,” the USTR letter said

1h ago