কুমার বিশ্বজিতের ‘জোছনার বর্ষণে’

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের নতুন একটি গানের মিউজিক ভিডিও “জোছনার বর্ষণে” প্রকাশিত হয়েছে অনলাইনে।
গত ১১ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়।
এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং মডেল হিসেবে রয়েছেন লিয়ানা লিয়া ও তারেক।
“জোছনার বর্ষণে’ গানটির কথা লিখেছেন তারিক তুহিন এবং সুর করেছেন আহম্মেদ হুমায়ুন।
কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ গানটির কথা আর সুরের মধ্যে প্রেমের গভীরতা তুলে ধরা হয়েছে। গানের ভিডিওতেও রয়েছে ভিন্নতা। আশা করি, দর্শক-শ্রোতাদের এটি ভালো লাগবে।”
Comments