ঠিক কাকে শুনতে চান ন্যান্সি?

অনেক শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী ন্যান্সি ঠিক কাকে শুনতে চান? এর উত্তর পাওয়া যাবে তাঁর নতুন একক ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামে।
Nancy
কণ্ঠশিল্পী ন্যান্সি। ছবি: দ্য ডেইলি স্টার

অনেক শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী ন্যান্সি ঠিক কাকে শুনতে চান? এর উত্তর পাওয়া যাবে তাঁর নতুন একক ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামে।

এটি তাঁর পঞ্চম একক অ্যালবামের শিরোনাম। গানগুলোর সুর-সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।

বাংলা নববর্ষকে সামনে রেখে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। ‘শুনতে চাই তোমায়’, ‘আহা! বৃষ্টি’ এবং ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’ – এই তিনটি গান থাকছে অ্যালবামটিতে।

ন্যান্সি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অ্যালবামের তিনটি গান বিষয় ও বৈচিত্র্যের দিক থেকে একেবারে আলাদা। একটা গানের সঙ্গে অন্য গানের কথা, সুর ও সংগীতে কোনো মিল নেই। এবারই এই ধরনের গান করলাম।”

“ভিন্নতা শুধু বলার জন্য নয়, সত্যিই ভিন্নতা রয়েছে গানে। এই অ্যালবামের জন্য আমি অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের স্পর্শ করবে। পাশাপাশি বৈশাখের উৎসবে নতুন কিছু যোগ করবে আমার ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামটি।”

ইমন চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সকল প্রশংসা সৃষ্টিকর্তার। চমৎকার তিনটি গান হয়েছে এই অ্যালবামে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা রাখছি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।”

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

35m ago