নতুন ৩ গান নিয়ে কুমার বিশ্বজিৎ

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ নতুন তিনটি গান নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হবেন আগামী ঈদে।
তিনটি গানের কথা হলো: “তুমি থাকো তারার দেশে মুগ্ধ সারা মাস”, “কত ফাগুন এনে দিলে তোমার হৃদয় গলবে” এবং “আমার মুরশিদ পরশ মনিগো”।
গান তিনটি লিখেছেন কালা শাহ, শহীদুল্লাহ ফরায়জী এবং আহমেদ রিজভী এবং সুর দিয়েছেন কালা শাহ, কুমার বিশ্বজিৎ ও কিশোর। গান তিনটির রেকর্ডিং শেষ হয়েছে। বাংলা ঢোল-এর ব্যানারে ডিজিটাল আকারে এগুলো প্রকাশিত হবে।
কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “তিনটি গান তিন ধরণের হয়েছে। আপাতত আমার শ্রোতারা শুধু গান শুনতে পারবেন। পরে গান তিনটি মিউজিক ভিডিও হিসেবে পাওয়া যাবে।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যাঁরা আমার গানকে নিয়ে ব্যবসা করেন তাঁরা চান বিশেষ দিবসে গানগুলো প্রকাশ করতে। কারণ, বিশেষ দিবসে শ্রোতাদের নতুন গানের প্রতি আগ্রহ থাকে। তবে আমার সব সময়ের ব্যস্ততা গান নিয়েই। ভালো লাগলেই আমি নতুন গান রেকর্ড করি।”
Comments