নায়িকা পূর্ণিমার কণ্ঠে হাবিবের গান

‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’ গানটি একটি অনুষ্ঠানে গেয়ে শুনিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গানটির সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।
এটি ২০০৬ সালে মুক্তি পাওয়া তাঁরই অভিনীত ‘হৃদয়ের কথা’ সিনেমার গান।
পূর্ণিমা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি মূলত অভিনেত্রী। অভিনয় করতেই আমার ভালো লাগে। মাঝে মধ্যে নাচেও অংশ নিয়েছি। তবে গানটা গাওয়া হয়নি।”
“এক ঝাঁক ক্ষুদে শিল্পীদের সঙ্গে সুযোগ পেয়ে এই প্রিয় গানটি গাওয়ার চেষ্টা করলাম। আমি তো আর সংগীতশিল্পী নই, তাই নিজের মতো করে গেয়েছি।”
সম্প্রতি চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ডিয়ন চকলেট ক্ষুদে গানরাজ-২০১৬’ অ্যাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার-এর একটি বিশেষ পর্বে শোনা যাবে পূণির্মার গাওয়া গানটি। সেখানেই ক্ষুদে গানরাজদের অনুরোধে তিনি গানটি গেয়ে শুনিয়েছেন।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, পূর্ণিমার গান গাওয়ার দৃশ্যটি দুটি পর্বে প্রচারিত হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায়। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
Comments