প্রথমবারের মতো এক অ্যালবামে তাঁরা
প্রথমবারের মতো এক অ্যালবামে বন্দি হলেন সালমা, বিউটি ও ঐশী। ‘আনন্দের গান-৪’ শিরোনামের অ্যালবামটিতে পাওয়া যাবে তাঁদের।
সজীব দাসের সুর-সংগীতে এবং তারেক আনন্দের কথায় মোট চারটি গান থাকবে।
লেজার ভিশনের ব্যানারে লোকধর্মী গানের এই অ্যালবামটি প্রকাশিত হবে পহেলা বৈশাখকে সামনে রেখে।
অ্যালবামটিতে বিউটি কণ্ঠ দিয়েছেন ‘প্রেমখানা’ ও ‘গোপন প্রেম’ গান দুটিতে, সালমা কণ্ঠ দিয়েছেন ‘সুখের বাত্তি’ এবং ঐশী কণ্ঠ দিয়েছেন ‘জীবনচাকা’ গানটিতে।
Comments