প্রথমবার এক গানে দুই তারকা

প্রথমবারের মতো দুই ক্লোজআপ তারকা বিউটি ও সালমা ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে একটা গানে কণ্ঠ দিলেন।
‘করিমনা কাম ছাড়েনা’ শিরোনামের লালনগীতিতে একসঙ্গে পাওয়া যাবে তাঁদের।
গানটির সংগীত পরিচালনা করেছন আরফিন রুমী। গানটি বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ‘পরির্বতন’-এ দেখা যাবে আগামী ১৬ এপ্রিল রাত ১০টার সংবাদের পর। অনুষ্ঠানটি উপস্থাপনা ও গ্রন্থনা করছেন আনজাম মাসুদ।
গানটি নিয়ে সালমা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটি নতুন আয়োজনে গেয়েছি। অনেক দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। বিউটি আপার সঙ্গেও প্রথম একটা গান গাইলাম, ভালো একটা কিছু হবে আশা করছি।”
বিউটি বলেন, “গানটি সবার ভালো লাগবে আশা করি। এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।”
Comments