পড়শীর নতুন গান
জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’ সিনেমায় প্লেব্যাক করলেন পড়শী। ‘ভাবনা জুড়ে’ শিরোনামের এই গানে তার সহশিল্পী হলেন বেলাল খান।
ডেইলি স্টার অনলাইনকে পড়শী বলেন, “গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। গানের কথা ও সুর আমার মনে ধরেছে। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
গানটি লিখেছেন জিয়া উদ্দিন আলম এবং সুর করেছেন আনোয়ার শিকদার টিটোন। সিনেমাটিতে অভিনয় করছেন সাইমন সাদিক, মানসী প্রকৃতি, মাসুম রেজা, রেহেনা জলি প্রমুখ।
নতুন এই গান ছাড়াও ভালোবাসা দিবসে সিডি চয়েজ থেকে আসছে পড়শীর গানের অ্যালবাম ‘আবদার’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে সুর সংগীত ও কণ্ঠ দিয়েছেন ইমরান।
Comments