ফিডব্যাকের নয়, নিজের গান নিয়ে লুমিন

ফিডব্যাক ব্যান্ডের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী লুমিন। ব্যান্ডের বাইরে সাধারণত এককভাবে গান করতে দেখা যায় না তাঁকে। এবার ব্যান্ডের বাইরে তিনটি গানে কণ্ঠে দিলেন তিনি।
গান তিনটির শিরোনাম হলো: “পঁচিশে মার্চ”, “কাঁদো বাঙালি আজ কাঁদো” এবং “মা”। প্রথম দুটি গান আগেই ধারণ করা হয়েছে আর “মা” গানটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে।
গানগুলো লিখেছেন বর্তমানে ঠাকুরগাঁওয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ এবং সুর করেছেন সাজেদ ফাতেমী।
লুমিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গীতিকবি লালন আমার বন্ধু। তাঁর অনুরোধ ফেলতে পারিনি। তাই ব্যান্ডের বাইরে তিনটি গান গেলাম। বঙ্গবুন্ধ, পঁচিশে মার্চ কালোয়াত এবং মাকে নিয়ে গানগুলো লিখা হয়েছে। তাই, গানগুলো গাইতে নিজে থেকেও খানিকটা তাগিদ অনুভব করেছি।”
১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে রচিত “পঁচিশে মার্চ” শিরোনামের গানটি ইতোমধ্যেই ঢাকার রাজারবাগ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরে স্মারক হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
Comments