বৈশাখে ‘বৃষ্টি’ আনবেন সামিনা চৌধুরী

জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী বৈশাখে শ্রোতাদের মাঝে আসছেন বৃষ্টির একটি গান নিয়ে।
‘আজ বৃষ্টি নামুক’ শিরোনামের গানটি লিখেছেন লিমন আহমেদ এবং সুর ও সংগীতে রয়েছেন রাজন সাহা।
সামিনা চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বর্ষা ও বৃষ্টি নিয়ে আমদের সবার একটা ভালোলাগা আছে। বৃষ্টির প্রতি অন্যরকম একটা টান আছে। রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে।”
তাঁর মতে, “গানের কথাগুলো বেশ চমৎকার। গানটি শুনে বৃষ্টির অনেক স্মৃতি মনে পড়ে যাবে শ্রোতাদের।”
সামিনা আশা করেন ‘আজ বৃষ্টি নামুক’ সবার প্রিয় গান হবে।
Comments