ভাষা দিবসের নতুন গান ‘বর্ণমালা’ গাইলেন সৈয়দ আব্দুল হাদী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য ‘বর্ণমালা’ শিরোনামে নতুন একটি গান গাইলেন সৈয়দ আব্দুল হাদী ও সারেগামা একাডেমির শিশু কণ্ঠশিল্পীরা।
গানটির কথা লিখেছেন মাহফুজ বিল্লাহ্ শাহী এবং সুর ও সংগীত আয়োজন করেছেন- শেখ সাদী খান।
আগামী ২০ ফেব্রুয়ারি সিডি চয়েস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিকে।
সৈয়দ আব্দুল হাদী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একুশে ফেব্রুয়ারিতে ভাষার উপর একটি নতুন গান গেয়েছি। আমার সঙ্গে রয়েছে ‘সারেগামা একাডেমির কিছু শিশু-কিশোর। অনেক যত্ন ও আন্তরিকতার সাথে গানটি তৈরি করেছেন তারা।”
“নতুন প্রজন্মের শিশু কিশোররা গানটির মাধ্যমে জানতে পারবে যে ভাষার প্রতি তাদের একটি দায়িত্ব রয়েছে। গানটি সবার ভালো লাগবে বলে আশা করি।”
Comments