মিনারের ‘খেয়াল’
“ঝুম” ও “আহারে”-খ্যাত কণ্ঠশিল্পী মিনারের নতুন একটি গান “খেয়াল” প্রকাশিত হবে এবারের ঈদে। গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত করেছেন জেকে মজলিশ। গানটি সিডি প্লাসের প্রযোজনায় প্রকাশ হবে।

সংগীতশিল্পী মিনার। ছবি: সংগৃহীত
“ঝুম” ও “আহারে”-খ্যাত কণ্ঠশিল্পী মিনারের নতুন একটি গান “খেয়াল” প্রকাশিত হবে এবারের ঈদে। গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত করেছেন জেকে মজলিশ। গানটি সিডি প্লাসের প্রযোজনায় প্রকাশ হবে।
মিনার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “খেয়াল গানটি আমার কাছে ভালো লেগেছে বলেই আমি এতে কণ্ঠ দিয়েছি। অন্যদের কথা-সুরে খুব কম গান করা হয়। আশা করছি, এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
গানের পাশাপাশি “খেয়াল”-এর একটি মিউজিক ভিডিও আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
Comments