রুনা লায়লার প্রথম সুর কণ্ঠে নিলেন আঁখি আলমগীর
বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর ৫২ বছরের দীর্ঘ সংগীতজীবনে প্রথমবারের মতো কোন গানের সুর করলেন। এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর।
কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে সম্প্রতি। নায়ক আলমগীরের পরিচালনায় নির্মিতব্য “একটি সিনেমার গল্প” শিরোনামের ছবিতে গানটির সুর শোনা যাবে।
গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখায় গানের কথা হলো – “গল্প কথার ওই কল্পলোকে জানি, একদিন চলে যাব, কোথায় শুরু আর শেষ হবে কোথায়, সে কথা বলে যাব’।
এ প্রসঙ্গে রুনা লায়লা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসলে গানটি আলমগীরের অনুপ্রেরণায় সুর করেছি। গানের কথাগুলো খুব ভালো লেগেছে। গানের সুর করাটাই সবচেয়ে কঠিন কাজ। সেই কঠিন কাজটিই জীবনে প্রথমবার করলাম। গানটি গাওয়ার আগে আঁখি ভীষণ ভয়ে ছিল। পরে দেখি, অনেক সুন্দর গেয়েছে ও।”
আঁখি আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বাবা ও রুনা আন্টির কাছে ভীষণ কৃতজ্ঞ (এ কারণে) যে, তাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছেন। এ গান আমার সংগীতজীবনে একটি ইতিহাস।”
আগামী ৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে “একটি সিনেমার গল্প” চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর।
Comments