৩ দিনের মধ্যে ফারিয়ার আইটেম গান সরাতে নোটিশ
গত দুইদিন ধরে ফেসবুকসহ দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনার পর “বস ২” ছবিতে জিৎ ও নুসরাত ফারিয়ার অংশগ্রহণে আইটেম গান “আল্লাহ মেহেরবান” ইউটিউব থেকে সরিয়ে নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।
আগামী তিনদিনের মধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশারের পক্ষে সাতজনকে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট হোজ্জাতুল ইসলাম।
নোটিশের সাত প্রাপক হলেন জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব।
অ্যাডভোকেট হোজ্জাতুল ইসলাম দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে এবং আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে।”
এমন সমালোচনার বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে নুসরাত ফারিয়া বলেন, “আশাকরি, গানের ভিডিওটি পুরোটা দেখলে দর্শকদের ভাবনায় পরিবর্তন আসবে।”
Comments