অবশেষে শিল্পী সমিতি সদস্য করলো পরীমণিকে

অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতি সদস্য করে নিলো এ সময়ের আলোচিত নায়িকা পরিমণিকে।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দ্য ডেইলি স্টার অনলাইনকে পরিমণি বলেছিলেন তিনি শিল্পী সমিতির সদস্য হননি। কেউ তাঁকে বলেননি বিষয়টি নিয়ে।
তাঁর সাক্ষাৎকারটি নিয়ে ব্যাপক আলোচনা হয় এফডিসিতে ও শিল্পী মহলে। এর জের ধরে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান জানান, এবার মোট ৬৮জনের নাম চলচ্চিত্র শিল্পী হিসেবে স্থায়ীভাবে র্অন্তভুক্ত করা হয়েছে।
তাঁদের মধ্যে ৬৩জন নতুন শিল্পী এবং পুরনো পাঁচজনকে সদস্য পদ দেয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন পরীমণি, বিদ্যা সিনহা মিম, বুবলী ও জলি।
এছাড়াও, আনিসুর রহমান মিলন, শান আরাফ ও মেহের আফরোজ শাওনও সদস্য পদ পেয়েছেন।
পরিমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “চলচ্চিত্রের অভিনেত্রী হয়েও এতদিন শিল্পী সমিতির সদস্য না থাকাটা বেশ কষ্টদায়ক। এখন হয়েছি। নিজের কাজের জায়গায় স্বীকৃতিটা সবারই ভালো লাগে।”
Comments