এবার জয়া’র ‘খাঁচা’
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের চলচ্চিত্র “খাঁচা” সারা দেশে মুক্তি পাচ্ছে আগামীকাল (২২ সেপ্টেম্বর)। এটি পরিচালনা করেছেন আকরাম খান।
১৯৪৭ সালের দেশভাগের ঘটনা নিয়ে প্রখ্যাত ঔপন্যাসিক হাসান আজিজুল হকের একই শিরোনামের গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এখানে জয়া অভিনয় করেছেন আজাদ আবুল কালামের বিপরীতে।
এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, চাঁদনী, আরমান পারভেজ, কায়েস চৌধুরী, শাহেদ আলী, পিদিম প্রমুখ। এতে অতিথি চরিত্রে দেখা যাবে রানী সরকারকে।
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারগুলোর ভারতে পাড়ি জমানোর গল্প নিয়ে এগিয়েছে “খাঁচা” সিনেমার কাহিনী। গল্পে দেখা যাবে, অম্বুজাক্ষের পরিবার তাদের বসত-ভিটা বিক্রি করে দিয়ে ভারতে চলে যেতে চায়। ভারত থেকে আসা মুসলিম পরিবারগুলো অম্বুজাক্ষদের বাড়ি কিনতে এসে ফিরে যায়। অম্বুজাক্ষ স্বপ্ন দেখে, ভারতে গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।
সরকারি অনুদানে ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।
Comments