কি হবে ‘বস-টু’ সিনেমার?

Nusrat Faria and Jeet
চলচ্চিত্রশিল্পী জিৎ ও নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সেন্সর প্রিভিউ কমিটিকে একটি চিঠি দেওয়া হয়েছিলো গত ৫ জুন। যৌথ প্রযোজনায় নির্মিত ছবির নিয়ম মেনে “বস-টু” সঠিকভাবে তৈরি করা হয়েছে কী না, তা খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছিলো এতে।

সেই প্রেক্ষিতে ৬ জুন সেন্সর প্রিভিউ কিমিটি “বস-টু” সিনেমাটি দেখেছেন। দেখার পর তাতে কিছু অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছেন বলে জানা যায়।

সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দীন দিলু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমরা ‘বস-টু’ ছবিটি দেখেছি। এতে যৌথ প্রযোজনার নীতি বহির্ভূত কিছু বিষয় রয়েছে। এখানে পঞ্চাশ শতাংশ শিল্পীর ভারসাম্য রাখা হয়নি। বাংলাদেশি শিল্পী কম রয়েছে। আমরা আমাদের পর্যবেক্ষণ তথ্য মন্ত্রণালয়কে জানাবো। এরপর, মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।”

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, “শিল্পীর সমতা রয়েছে। উনারা হয়তো কিছু শিল্পীকে চিনতে পারেননি! এর মধ্যে শাহেদ আলীসহ কয়েকজন দেশি শিল্পী রয়েছেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলব। ঈদে ছবিটির মুক্তির বিষয়ে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, বাবা যাদব পরিচালিত “বস-টু” ছবিতে অভিনয় করেছেন জিৎ, নুসতার ফারিয়া ও শুভশ্রী।

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago