কি হবে শাকিব খানের?

কি হবে অভিনেতা শাকিব খানের? কি করবেন তাঁর ভক্তরা? সেটা জানা যাবে আজ বিকেলে।
শাকিব খানের নামে পরিচালক সমিতির উকিল নোটিশ পাঠানোয় এর প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে শাকিব ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের একটি অংশ। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয় বুধবার দুপুরে।
মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন শাকিব খানের একজন ভক্ত শুভ ঘোষ। দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “শাকিব খানের একজন ভক্ত হিসেবে আমরা চাচ্ছি তাঁর বিরুদ্ধে যাবতীয় অপপ্রচার বন্ধ করা হোক, তাঁর বিরুদ্ধে অভিনয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।”
আজ বিকেল ৫টায় এফডিসির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।
শাকিব খান এ মানববন্ধনে সম্মতি দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে শুভ বলেন, “নায়কের সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। বিনা স্বার্থে পছন্দের নায়কের জন্য আমরা মানববন্ধন ডেকেছি। আমরা আশা করব, এর মাধ্যমে সব চক্রান্ত দূর হয়ে যাবে এবং পরিচালক সমিতির নেতারা শাকিবের বিরুদ্ধে দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নেবেন।”
জানা গেছে, নায়ক শাকিব খান মানববন্ধনে মৌন সম্মতি দিয়েছেন। তাঁর ফেসবুকে পেজে মানববন্ধনের বিষয়টি প্রচার করা হচ্ছে।
Comments