দুই দশক পর আলমগীর
দুই দশক পর সিনেমা পরিচালনা করছেন চিত্রনায়ক আলমগীর। সর্বশেষ তিনি ১৯৯৬ সালে “নির্মম” নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন।
আগামী ৭ সেপ্টেম্বর তাঁর নতুন ছবি “একটি সিনেমার গল্প”-এর শুটিং শুরু হবে। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য আলমগীরের নিজের।
ছবিটিতে অভিনয় করছেন আরেফিন শুভ, ঋতুপর্ণা, সাদেক বাচ্চু, সাবেরী আলম প্রমুখ। এর জন্য গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও কবির বকুল। গানগুলোর সুর করেছেন এসআই টুটুল, ইমন সাহা ও শওকত আলী ইমন।
পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন আলমগীর। তাঁর বিপরীতে কে থাকছেন সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।
সিনেমাটির গল্প নিয়ে আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একজন মানুষের জীবনে কতো গল্প থাকে। সব গল্প কী আমাদের জানা হয়, নাকি হয়েছে। আমদের সিনেমাটিতেও তেমনি কয়েকজন মানুষের গল্প থাকছে। অনেক মানুষের মধ্যে থেকে কয়েকজন মানুষের কাল্পনিক গল্প তৈরি করেছি। তবে গল্পে কারও ব্যক্তিগত জীবনের ছায়া পাওয়া যাবে না।”
“একটি সিনেমার গল্প” প্রযোজনা করছে আলমগীরের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট।
Comments