‘নবাব’ শাকিব খানের বিদেশ জয়
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সাফল্যের পর এবার সংযুক্ত আরব আমিরাতের দর্শকদের মন জয় করছে শাকিব খানের “নবাব” ছবিটি।
গত ৬ অক্টোবর কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি পায়। এ ছবির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো কোনো বাংলা ছবি বাণিজ্যিকভাবে প্রদর্শিত হচ্ছে।
দেশটির মাল্টিপ্লেক্সগুলোতে হলিউড ও বলিউডের সিনেমাগুলোকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে “নবাব”। ছবিটি দেখতে শুধু প্রবাসী বাঙালিরা নন, স্থানীয় দর্শকরাও টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আরবিতে সাব-টাইটেল করে ছবিটি আরব আমিরাতে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে “শিকারি” সিনেমার মাধ্যমে বিদেশে প্রথম বাণিজ্যিকভাবে বাংলা ছবি মুক্তি পেয়ে জনপ্রিয়তা অর্জন করে।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এটি শুধু ‘নবাব’ ছবিটির সাফল্য নয়, এই সফলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ছবি মুক্তির দুয়ার খুলে গেল। এর আগে এশিয়া, ইউরোপ ও আমেরিকায় ‘শিকারি’ মুক্তি পেয়ে ব্যবসায়িক সফলতা পেয়েছে। এভাবে যদি আমরা বিশ্ব বাজারে আমাদের ছবি প্রদর্শন করতে পারি তাহলে অনেক অর্থ উপার্জন সম্ভব।”
দেশের এই শীর্ষ অভিনেতা বলেন, “আমরা অনেক বড় বাজেটে মানসম্মত ছবি নির্মাণের মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবো। আরব আমিরাতে ইংরেজি ও হিন্দি ছবির পোস্টারের পাশে ‘নাও শোয়িং নবাব’ ব্যানার দেখে সত্যি অনেক ভালো লাগছে।”
Comments