বুবলিকে নিয়ে ইতালিতে শাকিব

বুবলিকে নিয়ে গতকাল বুধবার রাতের ফ্লাইটে ইতালি গেলেন শাকিব খান। তাঁদের এই সফর আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি “রংবাজ” এর গানের শুটিং এর জন্যে।
শাকিব খান মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইন বলেন, “চমৎকার লোকেশনে গানের শুটিং করতে ইতালি যাচ্ছি। গানগুলোর জন্য এমন লোকেশন এখানে নেই। তাই বাধ্য হয়েই ইতলিতে যেতে হচ্ছে।”
“গানের শুটিং শেষ করে ১২ জুন কলকাতায় আসবো। সেখান থেকে ঢাকায় ফিরবো”, জানান ঢালিউডের এই ব্যস্ত অভিনেতা।
“রংবাজ” ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।
শাকিব খান আগামী ২০ জুন লন্ডনে যাবেন “চালবাজ” ছবির শুটিংয়ের জন্যে। এই ছবিতে তাঁর নায়িকা হিসেবে থাকছেন কলকাতার শুভশ্রী। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন অনন্য মামুন ও জয়দ্বীপ মুখার্জি।
Comments