মামুনের ‘ময়না’ মাহি

মাহিয়া মাহি
চুক্তি সম্পন্ন করে অনন্য মামুনের সাথে সেলফিতে মাহিয়া মাহি, আরশাদ আদনান ও মাহির স্বামী অপু। ছবি: অনন্য মামুনের ফেসবুক থেকে সংগ্রহিত।

অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘ময়না’-তে ময়না চরিত্রে অভিনয়ের জন্য আজ বিকাল চারটায় চুক্তিবদ্ধ হলেন মাহিয়া মাহি।

রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটির শুটিং শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। এটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।

দ্য ডেইলি স্টার অনলাইনকে অনন্য মামুন জানান, “মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন নায়ক। তবে তা এখনই প্রকাশ করতে চাই না।”

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি মুক্তি পায়। মীম ও বাপ্পী অভিনীত সিনেমাটি মোটমুটিভাবে দর্শকের আকর্ষণ করেছে।

Comments