মেয়ের বাবা হলেন নিরব

জীবনের নতুন একটা অধ্যায়ে প্রবেশ করলেন অভিনেতা নিরব। গতরাত থেকে অদ্ভুত এক অনুভূতি ছুঁয়ে রয়েছে তাঁকে। তাঁর মতে, সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না।
“দারুণ একটা ভালোলাগা ঘিরে রয়েছে,” তিনি মুঠোফোনে এমনটিই বললেন দ্য ডেইলি স্টার অনলাইনকে।
মঙ্গলবার দিনগত রাত ১টা ২০ মিনিটে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যার নাম রাখা হয়েছে সুহাইমা হোসেন যুওয়াইনাহ্।
২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি নিরব-ঋদ্ধি বিয়ে করেন। কন্যার ছবি প্রকাশ করতে চান না পারিবারিক কিছু নিয়মের কারণে, জানিয়েছেন নিরব।
আরও পড়ুন: ডেইলি স্টার ফেসবুক লাইভে নিরব-আইরিন আজ
Comments