রিয়াজ-অপু একসঙ্গে

Riaz and Apu Bishwas
চিত্রতারকা রিয়াজ ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

রিয়াজ ও অপু বিশ্বাস বেশ কয়েকবছর আগে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর বাইরে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। দীর্ঘ কয়েক বছর পর আবারও একসঙ্গে আসছেন। তবে সিনেমায় নয়, বিজ্ঞাপন চিত্রে।

নাভানা গ্রুপের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করবেন এই দর্শকপ্রিয় দুই তারকা। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন এসএম সালাউদ্দিন।

এছাড়াও, প্রথম বারের মতো অপু নাভানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এটা খুব আনন্দের ব্যাপার, অনেকদিন পর আবারও রিয়াজ ভাইয়ের বিপরীতে কাজ করবো। ঈদের পর বিজ্ঞাপনের কাজ শুরু হবে।”

দ্য ডেইলি স্টার অনলাইনকে রিয়াজ বলেন, “অপুর সঙ্গে এর আগে চলচ্চিত্রে কাজ করলেও এবারই প্রথমবার বিজ্ঞাপনে কাজ করবো। অভিনয়ের বাইরে অপু চমৎকার একজন মানুষ। আশা করছি, বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের জুটিকে দর্শকরা সাদরে গ্রহণ করবেন।”

উল্লেখ্য, “শুভ বিবাহ” ও “বাজাও বিয়ের বাজনা” ছবিতে রিয়াজ এবং অপু বিশ্বাস একসঙ্গে অভিনয় করেছিলেন।

Comments

The Daily Star  | English

Rally begins near Jamuna demanding ban on Awami League

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

39m ago