শাকিব খানের জিডি নিয়ে জায়েদ খানের বক্তব্য

zayed-khan
অভিনেতা জায়েদ খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান তাঁর বিরুদ্ধে অভিনেতা শাকিব খানের দায়ের করা লিখিত অভিযোগ (জিডি) সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে তিনি এ ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন।

জায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ওইদিন ঘটনাস্থলে আমার অনেক বড়ভাই উপস্থিত ছিলেন। তাঁরা দেখেছেন আমি কী করেছি। দিনের আলোর মতো সব সত্য। শাকিব খান আমার বড় ভাই। তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন – এ নিয়ে আমার কিছু বলার নেই। কারণ, আমার কাছে সবাই শিল্পী। শিল্পীদের স্বার্থেই কাজ করার জন্যই সবাই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।”

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য শাকিব খান গত ৮ মে রাত ১১টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জায়েদ খান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য সায়মন সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্র নম্বর ৩৬৫।

অভিযোগপত্রে শাকিব মুল পরিকল্পনাকারী হিসেবে জায়েদ খানের নাম উল্লেখ করেন।

 

আরও পড়ুন:

শাকিব খানের জিডি জায়েদ, সায়মনের বিরুদ্ধে

Comments