আবারও একসঙ্গে শাকিব খান-বুবলি

আগামী ঈদুল আজহায় দুটি ছবি নিয়ে একসঙ্গে আসছেন শাকিব খান এবং বুবলি। একটির শিরোনাম “রংবাজ”, অন্যটি হলো “অহংকার”। দুটি ছবিতেই তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন।
যৌথ প্রযোজিত “রংবাজ” ছবিটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা মুক্তি পায়নি। আগামী কিছুদিনের মধ্যে দুটি ছবির প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন তাঁরা।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গত ঈদের ‘নবাব’ ছবিটি সব শ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এটি আমার জন্যে অনেক বড় পাওয়া।”
“নতুন দুটি ছবিতেও আমাকে ভিন্নভাবে পাওয়া যাবে”, বলে যোগ করেন তিনি।
ঢালিউডের কিং খান-খ্যাত শাকিবের মতে, “আমাদের শিল্পীরা দেশের বাইরে গিয়ে কাজ করছেন। এটি আমাদের জন্য গর্বের। আমাদের শিল্পীরা যাঁরা দেশের বাইরে কাজ করছেন তাঁরা দেশেরই প্রতিনিধিত্ব করছেন। সুতরাং, তাঁদের উৎসাহ দেওয়া উচিত বলে মনে করি।”
এদিকে, বুবলি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দুটি ছবি নিয়ে আমি অনেক আশাবাদী। কিছু চাইনা, দর্শকদের ভালোবাসা চাই শুধু।”
এর আগে “বসগিরি” ও “শুটার” নামে তাঁদের দুটি ছবি মুক্তি পায়।
Comments