সর্তক করে দিলেন অভিনেতা ফারুক

রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র পরিবারের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলায় গতকাল (৮ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে সতর্ক করে বিশিষ্ট চিত্রনায়ক ফারুক বলেন, প্রতিষ্ঠানটি দেশের চলচ্চিত্রের ক্ষতি করার চেষ্টা করছে।
Actor Faruk
বিশিষ্ট অভিনেতা ফারুক।

রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র পরিবারের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলায় গতকাল (৮ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে সতর্ক করে বিশিষ্ট চিত্রনায়ক ফারুক বলেন, প্রতিষ্ঠানটি দেশের চলচ্চিত্রের ক্ষতি করার চেষ্টা করছে।

“জাজ মাল্টিমিডিয়া নামে একটি গোষ্ঠীর কিছু মানুষকে আমি চিনি। সময় থাকতে তাদের সতর্ক করে দিচ্ছি। তাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলতে বলছি। সত্য ও ন্যায়ের পথে চললে কখনও পরাজিত হতে হয় না।”

তিনি আরও বলেন, “ওই গোষ্ঠী ভেবেছে আমরা ভালোবাসার মানুষরা কখনও সংগ্রামী হতে পারব না। আমরা যেমন ভালোবাসার মানুষ, তেমনি সংগ্রামও করতে পারি। কেউ যদি মনে করেন অন্যায় করে পার পেয়ে যাবেন, তবে সেটি ভুল হবে। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

এই বিশিষ্ট অভিনেতার মন্তব্য, “সারাজীবন চলচ্চিত্রের জন্য কাজ করেছি। জীবনে কোনো স্বীকৃতির আশা করিনি। অনেক কিছু পেয়েও চলচ্চিত্রের স্বার্থে তা ত্যাগ করেছি।”

মিলনমেলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হল মালিক সমিতির সভাপতি ইফতেখারউদ্দিন নওশাদ, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, পরিচালক আমজাদ হোসেন, আজিজুর রহমান, সোহানুর রহমান সোহান, অভিনেতা সোহেল রানা, অঞ্জনা সুলতানা, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান, ইমন, সাইমন, অরুণা বিশ্বাসসহ হল মালিক ও চলচ্চিত্র পরিবারের নেতা-কর্মীরা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago