অমর নায়কের চলে যাওয়ার ২১ বছর

Salman Shah
অভিনেতা সালমান শাহ। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। আজ (৬ সেপ্টেম্বর) তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়কের স্মরণে দেশজুড়ে সালমানের পরিবার ও ভক্তরা নানা আয়োজন হাতে নিয়েছেন। দোয়া, মিলাদ ও মানববন্ধন কর্মসূচি এসবের অন্তর্ভুক্ত।

সালমানের প্রয়াণ দিনে তাঁর অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও। সেটি অনুষ্ঠিত হবে সালমানের প্রিয় স্থান এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে। বাদ আসর সবাইকে এ আয়োজনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “সালমান শাহ আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন। মাত্র ২৭টি ছবি দিয়ে ঝড় তুলেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে। একুশ বছর হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজও তাঁর আবেদন ও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাঁর পরবর্তী প্রজন্মের নায়কদের মধ্যেও প্রিয় নায়ক হয়ে আছেন তিনি।

জায়েদ খান আরও বলেন, “নন্দিত এ নায়কের মৃত্যুবার্ষিকীতে আজ আমরা ছোট একটি আয়োজন করেছি। তাঁর কাজকে স্মরণ করব ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হবে। এ আয়োজনে সালমানের পরিবার, তাঁর ভক্ত ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। ২১ বছর পেরিয়ে গেলেও কাটেনি তাঁর মৃত্যুর রহস্য। অমর এই নায়ককে ভালোবাসতে, শ্রদ্ধাঞ্জলি দিতে কোনো দ্বিধা নেই চলচ্চিত্রপ্রেমীদের।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago