সালমান শাহ’র মা নীলা চৌধুরী যা অনুরোধ করলেন
স্বনামধন্য চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করা হলেও তাঁর মা নীলুফার চৌধুরী (নীলা চৌধুরী) সবসময়ই এটাকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবির ভিডিও বার্তার প্রতিক্রিয়া হিসেবে দুটি ফেসবুক পোস্টে নীলা চৌধুরী এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
রুবি তাঁর ভিডিও বার্তায় এই চিত্রনায়ককে হত্যা করা হয়েছে বলে দাবি করলে এর প্রতিক্রিয়ায় নীলা ৭ আগস্ট একটি পোস্টে লিখেন, “সামিরারা পালিয়ে যাবার চেষ্টা করবে, কোনোভাবে যেন (তাঁরা) ঢাকা এয়ারপোর্ট ছাড়তে না পারে।”
একই দিনে আরেকটি পোস্টে তিনি লিখেন, “আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমাকে সাহায্য করুন। দেখুন কিভাবে রুবি সুলতানা (রাবেয়া সুলতানা রুবি) বলছে সালমান শাহকে হত্যা করা হয়েছে। যে যেভাবে পারেন এফবিআইকে জানান। বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্টেটমেন্টটা চালিয়ে দেন।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যু হয়। মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সালমান শাহের মায়ের দাবি সালমান শাহের স্ত্রী সামিরা ও শ্বশুর বাড়ির লোকজন বাংলাদেশের চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়ককে খুন করেছেন।
Comments