হুমায়ূন আহমেদের ‘দেবী’ নিয়ে আসছেন জয়া, চঞ্চল

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘দেবী’। শিগগীরই এ ছবির চিত্রধারণের কাজ শুরু হতে যাচ্ছে।
joya,-chanchal,-faria
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে। এতে অভিনয় করবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও নবাগতা শবনম ফারিয়ার

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘দেবী’। শিগগীরই এ ছবির চিত্রধারণের কাজ শুরু হতে যাচ্ছে।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এই ছবিটি নির্মাণ করবে জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’।

চিত্রনাট্যকার অনম বিশ্বাস ‘দেবী’ পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটাবেন। ছবিটির চিত্রনাট্যও রচনা করছেন তিনি।

বাংলাদেশ সরকারের আর্থিক অনুদান নিয়ে তৈরি হবে ছবিটি।

চঞ্চল চৌধুরী এই ছবিতে মিসির আলীর চরিত্রে অভিনয় করছেন। জয়া আহসান অভিনয় করবেন রানুর চরিত্রে। আনিসের চরিত্রে অভিনয় করবেন অনিমেষ আইচ।

এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে শবনম ফারিয়ার। এছাড়াও, এতে থাকছেন ইরেশ যাকের।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খীরা আমাকে এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেয়া তো সম্ভব নয়। তবে আমার কাজের মাধ্যমে তাঁদের জন্য নতুন কিছু সৃষ্টি করার স্বপ্ন দেখছি।”

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

3h ago