স্মৃতির এক বছরে দিতি

দেখতে দেখতেই পার হয়ে গেল একটি বছর। ২০১৬ সালে আজকের এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পারভীন সুলতানা দিতি।

ছোট শহরের দিতি গায়িকা হতে গিয়ে হয়ে গিয়েছিলেন এদেশের চলচ্চিত্র অঙ্গনের এক বিরাট নক্ষত্র। জীবনের সবক্ষেত্রে লড়াই করে জিতে গেলেও হারতে হয়েছে ব্রেন ক্যান্সারের কাছে।

১৯৫৬ সালের ৩১ মার্চ জন্ম নেন দিতি। গায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে পথচলা শুরু করে জাতীয় পর্যায়ে শিশূ একাডেমির পুরস্কারও জিতে নেন। বাংলাদেশ টেলিভিশনে গান করতে গিয়ে অভিনেতা আল মনসুরের হাত ধরে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন।

বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিজয়ী হয়ে শুরু করেন তার চলচ্চিত্র যাত্রা। এই যাত্রার প্রথম সিনেমা ‘ডাক দিয়ে যায়’। এরপর একের পর এক কাজ করে গেছেন বিভিন্ন সিনেমায়।

জীবনের শেষ বছরটিতে তিনি অনেকটা সময় কাটিয়েছেন চেন্নাই এবং ঢাকার হাসপাতালে।

দিতির অভিনীত আর নতুন কোনো সিনেমা আমরা দেখতে না পারলেও তার অভিনীত দুশোর বেশি সিনেমা আমাদের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে আজীবন।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

40m ago