এলইডি ও এনার্জি বাল্বের দাম বাড়বে

এলইডি ও এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারীদের যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি ছিল।
এলইডি ও এনার্জি বাল্বের দাম বাড়বে

এলইডি ল্যাম্প ও এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ও উপকরণ আমদানির শুল্ক সুবিধা কমানোর পরিকল্পনা করছে সরকার।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় এ প্রস্তাব করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, 'এলইডি ল্যাম্প ও এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি ছিল। এ সুবিধা কিছুটা কমিয়ে আমদানি শুল্ক ১০ শতাংশ নির্ধারণ করা যেতে পারে।'

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

Comments