ডিএইচএল-দ্য ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস শুরু

ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২১তম আসর কিছুক্ষণ আগে শুরু হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: স্টার

ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসের ২১তম আসর কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। ছবি: পলাশ খান/স্টার

আন্তর্জাতিক লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান ডিএইচএল এবং বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে প্রতি বছর ব্যবসায়িক আইকনদের অর্জন ও অবদানকে স্বীকৃতি জানাতে এই পুরষ্কার দিয়ে আসছে।

এবারের পুরস্কারের প্রতিপাদ্য 'ভিশন টু অ্যাকশন: দ্য ট্রিলিয়ন ডলার এক্সপিডিশন অব বাংলাদেশ'।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: প্রবীর দাশ/স্টার

এ বছর চারটি ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হবে। এগুলো হলো- বিজনেস পারসন অব দ্য ইয়ার, বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার, আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।


 

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

10h ago