‘ভোজ্যতেলের দাম সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশনের বৈঠক’

ভোজ্যতেলের দাম সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বৈঠক করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
টিপু মুনশি বলেন, 'আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু, ডলারের দাম বেড়েছে। সে কারণে এখনো সুফল পাওয়া যায়নি। দাম কত হওয়া উচিত, ট্যারিফ কমিশন তা খতিয়ে দেখবে।'
ভার্চুয়ালি অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিজেলের মূল্যবৃদ্ধির পর ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে পণ্যের দাম বাড়িয়েছেন উল্লেখ করে তা মনিটর করা হবে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, 'এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়।'
'পরিবহন মন্ত্রণালয় পরিবহন নেতাদের সঙ্গে ভাড়া নিয়ে আলোচনা করছে এবং ভাড়া বিষয়ে এ আলোচনা তারা চালিয়ে যাবে' বলেন তিনি।
জ্বালানির দাম নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'বৈঠকে বলা হয়েছে যে, প্রতিবেশী দেশের তুলনায় আমাদের দেশে জ্বালানির দাম কম।'
'আমরা যদি আন্তর্জাতিক বাজারের আজকের ডিজেলের দাম বিবেচনা করি, তাহলে প্রতি লিটারে ৮ টাকা লোকসান গুনতে হয়', বলেন তিনি।
Comments