মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে সবজির আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

গতকাল সোমবার দিনগত রাত ১১টা থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী দলে ছিলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, মো. আব্দুল জব্বার মণ্ডল ও মো. শরিফুল ইসলাম। 

এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, মোকাম পর্যায়ে প্রতি কেজি শসা ৩২ টাকা বিক্রি হলেও কারওয়ান বাজার আড়তে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, বেগুন মোকামে ৩৬ টাকা বিক্রি হলেও কারওয়ান বাজারে ৪৫-৫০ টাকা, কাঁচা মরিচ মোকামে ৩০ টাকা হলেও কারওয়ান বাজারে ৪০ টাকা, করলা মোকামে ৩৩ টাকা এবং কারওয়ান বাজারে ৪৫ টাকা, পটল মোকামে ১৫ টাকা হলেও কারওয়ান বাজারে ২০ টাকা দরে বিক্রি হচ্ছিল। 

এ ছাড়া আড়ত থেকে পাইকারি এবং খুচরা পর্যায়ে ৩০-৩৫ টাকার সবজি ৭৫-৮০ টাকায় বিক্রি করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর। 

এ প্রসঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 'এখানে প্রান্তিক কৃষকরা যেমন উৎপাদন খরচ পান না, অপরদিকে ভোক্তারা উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে ২-৩ বার হাত বদলের ফলে মধ্যস্বত্বভোগীরা প্রতিদিন বিপুল পরিমাণ মুনাফা করছেন।'

বাজার ব্যবস্থাপণা এবং বিপণনে নিয়ন্ত্রণ আনতে তিনি ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। 

এ ছাড়া অভিযানের সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

5h ago