জেএমআই এক্সপোর্টের মাধ্যমে ব্রাজিল থেকে ১২,৫০০ টন চিনি কিনবে সরকার

বাংলাদেশি প্রতিষ্ঠান জেএমআই এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির মাধ্যমে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কিনবে সরকার।

বাংলাদেশি প্রতিষ্ঠান জেএমআই এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির মাধ্যমে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কিনবে সরকার।

এতে খরচ পড়বে ৬৫ কোটি ৯৮ লাখ টাকা।

আমদানিকৃত চিনি ভর্তুকি মূল্যে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জেএমআই ওপেন টেন্ডার পদ্ধতিতে আমদানির চুক্তি পেয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়।

এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন দেশে চিনির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

টিসিবির তথ্যে দেখা গেছে, চিনির দাম এক মাস আগে কেজিপ্রতি ৯০-৯৫ টাকা থেকে ২২ শতাংশ বেড়ে প্রতি কেজি ১১০-১১৫ টাকা হয়।

চিনির দাম গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহমুদ খান গণমাধ্যমকে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন।

Comments