রাজশাহীতে ‘সারা’র নতুন আউটলেট উদ্বোধন

লাইফস্টাইল ব্র্যান্ড 'সারা'র উদ্বোধন হলো রাজশাহী শহরের রানীবাজার মোড়ে। স্নোটেক্স গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটির এটি নবম আউটলেট।

আজ বৃহস্পতিবার 'সারা'র নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন রেবা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ আরও অনেকেই।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারার আউটলেটে শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো, জিন্স, পোলো টি শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেম সহ আরও নানা পোশাক পাওয়া যাবে। এ ছাড়াও নতুন আউটলেটে সব বয়সীদের জন্য আছে শতাধিক ডিজাইনের শীতের পোশাক।

সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সারা ২০১৮ সালের মে মাস থেকে কাজ করছে। ঢাকার মধ্যে মিরপুর-৬, বসুন্ধরা সিটি, মোহাম্মাদপুরের রিং রোড, উত্তরা সেক্টর-৯, বারিধারা, ওয়ারী, বাসাবো ও বনশ্রীতে এর আউটলেট আছে। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট চালু হয় রংপুরে।

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

38m ago