আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন মঙ্গলবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন হবে আগামী মঙ্গলবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত এ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন।
ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। ছবি: মো. আসাদুজ্জামান/স্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন হবে আগামী মঙ্গলবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নামে পরিচিত এ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন আজ রোববার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'এ অর্থনৈতিক অঞ্চলে ৪০টি কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৩০টি কোম্পানি জাপানের এবং বাকি ১০টি অন্যান্য দেশের। ইতোমধ্যে প্রায় ৮৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে।'

পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে সেখানে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে আশা করেন বেজার নির্বাহী চেয়ারম্যান হারুন।

তিনি জানান, জাপানি অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা জানান তিনি। তবে ওই দুটি কোম্পানির নাম প্রকাশ করেননি তিনি। 

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, 'অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এর মধ্যে চুক্তি সই হয়েছে বিখ্যাত প্রতিষ্ঠান সিঙ্গার ও জার্মানির কোম্পানি রুডলফের সঙ্গে।'

এ অর্থনৈতিক অঞ্চলে সরকার ও জাপানের শেয়ার কত, জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, 'বেজার শেয়ার ২৪ শতাংশ, জাইকার ১৫ শতাংশ এবং সুমিতমো করপোরেশনের ৬১ শতাংশ।'

Comments