স্বর্ণের দামে রেকর্ড, কাল থেকে ২২ ক্যারেটের ভরি ৯০৭১৪ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আগামীকাল রোববার থেকে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় মূল্যবান এই ধাতুর দাম ভরি প্রতি ৯০ হাজার ৭১৪ টাকা হতে যাচ্ছে। স্বর্ণের এই দাম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
প্রতীকী ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আগামীকাল রোববার থেকে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় মূল্যবান এই ধাতুর দাম ভরি প্রতি ৯০ হাজার ৭১৪ টাকা হতে যাচ্ছে। স্বর্ণের এই দাম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, 'আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কিনতে হয় বলে আমরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ডলারের বর্ধিত মূল্যর কারণে স্বর্ণের দামও বাড়ছে।'

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাম বৃদ্ধির আগে প্রতি ভরি (১১.৬৬ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৮৮ হাজার ৩৮২ টাকা বা প্রতি গ্রাম ৭ হাজার ৫৮০ টাকা।

স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।

Comments