যমুনা প্লাজায় শীতকালীন মেগা অফার

শীতের আমেজ বাড়াতে এবং এই ঋতুতে উৎসব, বিয়েসহ বাঙালির নানা আয়োজনে সামিল হতে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস দিচ্ছে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।
যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের একটি শো-রুম। ছবি: সংগৃহীত

শীতের আমেজ বাড়াতে এবং এই ঋতুতে উৎসব, বিয়েসহ বাঙালির নানা আয়োজনে সামিল হতে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস দিচ্ছে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।

যমুনা প্লাজা বা অনলাইন স্টোর যমুনার পণ্য কিনলেই এই সুবিধা পাওয়া যাবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখার চেষ্টায় কোনো পণ্যের দাম না বাড়িয়ে বরং নগদ অর্থ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি, যেন জীবনের উৎসব হয়ে ওঠে আরও রঙিন।

শীতকালীন এই ছাড়ের ঘোষণায় যমুনার সব প্লাজায় ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

নবদম্পতিরা তাদের সংসার সাজাতে বেছে নিচ্ছেন যমুনা ইলেক্ট্রনিক্সের রেফ্রিজারেটর, ডীপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডারসহ যাবতীয় হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স।

যমুনার পণ্যে নিশ্চিত নগদ ছাড় ছাড়াও ১২ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে ইএমআই সুবিধাও রয়েছে।

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

27m ago