বাণিজ্য

১০১ টাকায় ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক

প্রথমবারের মতো অন্যান্য ব্যাংকের কাছে ১০১ টাকা দরে মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
১০১ টাকায় ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক

প্রথমবারের মতো অন্যান্য ব্যাংকের কাছে ১০১ টাকা দরে মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক গত ১ ফেব্রুয়ারিতে অন্যান্য ব্যাংকগুলোর কাছে ৮৯ মিলিয়ন ডলার বিক্রি করেছে। যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ক্লায়েন্টদের পক্ষে আমদানি ব্যয় পরিশোধ করতে পারে।' 

সরকার ও ব্যবসায়ীদের আমদানি বিল পরিশোধের সুবিধার্থে প্রায় ১ মাস আগেও প্রতি ডলার ১০০ টাকায় বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

আন্তঃব্যাংকের মধ্যে আজ প্রতি ডলার ১০৭ টাকা করে লেনদেন হয়েছে, যা এক বছর আগে ছিল ৮৬ টাকা। এতে ডলারের বিপরীতে টাকার মূল্য কমেছে ২৪ দশমিক ৪ শতাংশ। 

 

Comments