স্বর্ণের দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

প্রতীকী ছবি

তিন মাসেরও বেশি সময়ের পর প্রথমবারের মতো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ প্রতি ভরি স্বর্ণের দাম ১ দশমিক ২৪ শতাংশ বা ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এখন ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)) স্বর্ণের দাম হবে ৯২ হাজার ২৬৩ টাকা।

গেল বছরের ২৪ অক্টোবরের পর থেকে কয়েক ধাপে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছিল।

আজ শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান আজাদ।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে বাজুস প্রতি ভরি সোনার দাম বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করেছিল, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

 

Comments