সিআইপি মর্যাদা পেলেন ১৮০ ব্যবসায়ী

সিআইপি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিপু মুনশি, এফবিসিসিআই,

২০২১ সালে অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য ১৮০ ব্যবসায়ীকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।

এর মধ্যে রপ্তানি ক্যাটাগরিতে ১৪০ জনকে এবং ৪০ জনকে বাণিজ্য ক্যাটাগরির অধীনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালকের পদাধিকারী বলে সিআইপির মর্যাদা দেওয়া হয়েছে।

আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে ২০১৩ সালের সিআইপি গাইডলাইন মেনে সিআইপি কার্ড দিয়ে আসছে।

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

2h ago