তিন বছর ধরে রপ্তানি কমছে: বাংলাদেশ ব্যাংক

রপ্তানি তথ্যে অমিল
অলঙ্করণ: আনোয়ার সোহেল/স্টার ডিজিটাল গ্রাফিক্স

২০২১-২২ অর্থবছর থেকে গত তিন বছর ধরে বাংলাদেশের রপ্তানি কমছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার ঘোষিত মুদ্রানীতিতে এ কথা বলেছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

মুদ্রানীতি কমিটির চতুর্থ সভার কার্যবিবরণীতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০২৩-২৪ অর্থবছরে আনুমানিক মোট রপ্তানি প্রায় ৪২ বিলিয়ন ডলার হতে পারে, যা এনবিআরের শুল্ক বিভাগের তথ্যের ভিত্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেওয়া পরিসংখ্যানের চেয়ে ১০ বিলিয়ন ডলার কম।

গত ১৪ জুলাই মুদ্রানীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। তারপর কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশের সঙ্গে মিল রেখে আজ কার্যবিবরণী প্রকাশ করল।

তবে আগের অর্থবছরের রপ্তানি তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।

এর আগে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেওয়া পরিসংখ্যানে গরমিল খুঁজে পায় বাংলাদেশ ব্যাংক। পরে গরমিল সংশোধন করে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিলের রপ্তানি পরিসংখ্যান প্রকাশ করে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংক বলেছে, অর্থবছরের প্রথম দশ মাসে প্রকৃত রপ্তানির পরিমাণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেওয়া পরিসংখ্যানের চেয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার কম।

একইভাবে বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেওয়া তথ্যে ভুল শনাক্ত করে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সময়ের প্রকৃতি রপ্তানির পরিমাণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেওয়া তথ্যের চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি বার্ষিক ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন হয়েছে। এছাড়া ২০২১-২২ অর্থবছরের রপ্তানি ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫২ দশমিক ০৮ বিলিয়ন হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

2h ago